চেয়ারে বসে নামায আদায়ের বিধান
ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামায। নামাযে রুকু, সিজদা, কিয়াম তথা দাঁড়ানো জরুরী। যে ব্যক্তি নামাযের কিয়াম, রুকু সিজদা ও কাদা তথা তাশাহুদের জন্য বসা কোনটিই স্বাভাবিকভাবে আদায় করতে সক্ষম নয়। বরং শুধু চেয়ারেই কেবল বসতে পারে এমন অসুস্থ ব্যক্তির জন্য সম্পূর্ণ নামায চেয়ারে বসে আদায় করা জায়েয আছে। আর যে ব্যক্তি দাঁড়িয়ে নামায আদায় করতে অক্ষম তার জন্য বিকল্প পদ্ধতি হলো, জমিনে বসে নামায আদায় করবে চেয়ারে বসা জায়েয হবে না। আর যে ব্যক্তি জমিনে বসতে অক্ষম কিন্তু দাঁড়াতে সক্ষম তার জন্য বিকল্প পন্থা হলো চেয়ারে বসে নামায আদায় করা। কিন্তু কিয়াম রুকুর সময় চেয়ারে বসবে না বরং দাঁড়িয়ে আদায় করবে। আর যে রুকু-সিজদা করতে অক্ষম তার জন্য বিকল্প পদ্ধতি হলো, সে বসে ইশারায় রুকু-সিজদা আদায় করবে। তার জন্য চেয়ারে বসে নামায আদায় করা জায়েয হবে না।
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
১.অর্থ: “আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে কারও উপর কোন দায়িত্ব চাপিয়ে দেন না”। (সূরা বাকারা: আয়াত নং ২৮৬)
يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
২.অর্থ: “আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না”। (সূরা বাকারা: আয়াত নং ১৮৫)
فَمَنِ اضۡطُرَّ غَیۡرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثۡمَ عَلَیۡہِ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ
৩.অর্থ: “আর যে ব্যক্তি বাধ্য হয়ে যায় আর তার উদ্দেশ্য মজা ভোগ করা না হয় এবং প্রয়োজনের সীমা অতিক্রমও না করে, তবে তার কোনো গোনাহ নেই। নিশ্চই আল্লাহ ক্ষমাশীল,পরম দয়ালু”। (সূরা বাকারা: আয়াত নং ১৭৩)
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَتْ بِي بَوَاسِيرُ فَسَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الصَّلاَةِ فَقَالَ ” صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ
৪.অর্থ: ইমরান ইবনে হুসাইন (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার অর্শরোগ ছিল। তাই রাসূলুল্লাহ (ﷺ) এর খিদমতে নামায সম্পর্কে প্রশ্ন করলাম, তিনি বললেন, দাঁড়িয়ে নামায আদায় করবে, তাতে সমর্থ না হলে বসে; যদি তাতেও সক্ষম না হও তাহলে কাত হয়ে শুয়ে। (ইফা. সহীহ বুখারী হাদীস নং ১০৫১ হাদিসের মান: সহীহ)
বর্তমানে অনেকের মধ্যে লক্ষ করা যাচ্ছে। তারা সামান্য অসুস্থতা বা সামান্য দুর্বলতা, হালকা ব্যথা-বেদনার অজুহাতে চেয়ারে বসে নামায আদায় করে থাকেন। দিন দিন এ প্রবণতা বেড়েই চলছে। ফলে মসজিদে মসজিদে চেয়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।অথচ চেয়ারে বসে নামায আদায়কারীদের মধ্যে এমন লোকও থাকেন, যারা হাঁটা-চলা, উঠা-বসা থেকে শুরু করে দৈনন্দিন সব কাজকর্ম স্বাভাবিকভাবেই করে যাচ্ছেন। কিন্তু নামাযের সময় এলে তারা অপারগ হয়ে চেয়ার নিয়ে বসে পড়েন। ভালোভাবে মনে রাখা দরকার, যে কোন অসুস্থতার কারণেই চেয়ারে বসে নামায জায়েয হয়ে যায় না। একমাত্র শরীয়ত অনুমোদিত ওযরের কারণেই জায়েয হয়।
05 Comments
Multiply sea night grass fourth day sea lesser rule open subdue female fill which them Blessed, give fill lesser bearing multiply sea night grass fourth day sea lesser
Emilly Blunt
December 4, 2017 at 3:12 pm
Multiply sea night grass fourth day sea lesser rule open subdue female fill which them Blessed, give fill lesser bearing multiply sea night grass fourth day sea lesser
Emilly Blunt
December 4, 2017 at 3:12 pm